আন্তর্জাতিক মানের শিক্ষা বিস্তারে নানা পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী

একাডেমিক ভবন উদ্বোধনে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, একটি জাতির অগ্রগতির পেছনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। সমাজ ও দেশকে আলোকিত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছেন। প্রতিটি শিশুকে স্কুলমুখী করতে উপবৃত্তিসহ নানা সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। কক্ষ ও আসন সংখ্যা দূরীকরণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ করছেন। ফলে শিক্ষার্থীরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারছেন।
গতকাল শুক্রবার সকালে চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো. আতাউর রহমান টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক আবদুল আলীম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী। শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, মো. জমির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ হোসেন, শাহ আলম, ফোরক আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এএসএম মুছা তছলিম, মোহাম্মদ হোসেন মাম্মদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, সাজ্জাদ হোসেন নিশান প্রমুখ। পরে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন প্রধান অতিথি।

পূর্ববর্তী নিবন্ধবরকল ও কালারপোল সেতু পরিদর্শনে মনিটরিং টিম
পরবর্তী নিবন্ধমেধাবী জাতি গঠনে ডিমের বিকল্প কোনো খাদ্য নেই