‘আনিসুজ্জামান-চট্টগ্রাম পর্ব’ গ্রন্থের পাঠ উন্মোচন

| বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

প্রাবন্ধিক শাকিল আহমদের অনন্যসাধারণ গ্রন্থ ‘আনিসুজ্জামান চট্টগ্রাম পর্ব’ এর পাঠ উন্মোচন গত ৭ ডিসেম্বর চট্টগ্রাম একাডেমি মিলায়তনে একাডেমির মহাপরিচালক আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কবি- সাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ রীতা দত্ত, ড. আজাদ বুলবুল, আবির প্রকাশনের মুহম্মদ নুরুল আবসার। প্রধান অতিথি বলেন, শাকিল আহমদ রচিত ‘আনিসুজ্জামান চট্টগ্রাম পর্ব’ গ্রন্থটি চট্টগ্রামবাসীর জন্য একটি মূল্যবান দলিল হিসাবে স্বীকৃত হবে। এই গ্রন্থ প্রকাশের মাধ্যমে শাকিল আহমদ চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আনিসুজ্জামানের জন্য কিছুটা দায় শোধ করলেন। অধ্যক্ষ রীতা দত্ত বলেন, শাকিলের প্রবন্ধ অত্যন্ত সাবলীল ভাষায় হওয়াতে তা পাঠকের মন জয় করতে সক্ষম।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেছার আহমদ, অধ্যাপক শামসুদ্দিন শিশির, মনজুরুল আলম মঞ্জু, আনিসুল ইসলাম রিয়াদ, কাঞ্চনা চক্রবর্তী, কাশেম আলী রানা, জোবাইদা পারভিন, কামরুন নাহার রোজী, মমতাজ বেগম, শাব্বির আহমদ চৌধুরী, বিপুল বড়ুয়া, সুপ্রতিম বড়ুয়া, শান্তিপদ বৈদ্য, ইসমাইল জসিম, আ.ফ.ম মোদ্দাছের আলী, বিকিরণ বড়ুয়া, ইফতেখার মারুফ, এস.এম. মোখলেছুর রহমান, নিজামুল ইসলাম সরফী প্রমুখ। শেষে গ্রন্থের লেখক প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে ফেরদৌস নবী ফাউন্ডেশনের কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল