আনন্দী সঙ্গীত একাডেমির সাংস্কৃতিক সন্ধ্যা

| সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

নগরীর থিয়েটার ইনষ্টিটিউট (টিআইসি) গ্যালারী হলে আনন্দী সঙ্গীত একাডেমির সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন হয়েছে। গত শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক জয়ন্তী লালা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সুরজিৎ সেন। প্রধান অতিথি ছিলেন বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক মুখ্য উপস্থাপক ফজল হোসেন। সংবর্ধনা প্রদান করা হয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ মোহন বীণার শিল্পী দোলন কানুনগো ও প্রখ্যাত তবলা শিল্পী রতন দত্তকে। বক্তারা বর্তমান প্রজন্মকে অতিরিক্ত মোবাইল আসক্ত না হয়ে, দেশ জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। সভাপতিত্ব করেন বিশুতোষ তালুকদার। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রাঙ্গণ ধর (প্রাঞ্জল), নারিন নাওয়াল, অনিন্দিতা দত্ত, ডা. কেকা দৃষ্টি শর্ম্মা। এরপর অষ্ট্রেলিয়া প্রবাসী চট্টগ্রামের শিল্পী আদিলা নূর কয়েকটি সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন শিল্পী পিয়াসা বিশ্বাস জুঁই, সুম্মিতা সাহা, বৈশাখী দাশ, বিবরণ দাশ। সঞ্চালনায় ছিলেন তুর্ণা বড়ুয়া। যন্ত্রানুষঙ্গকীবোর্ডে ছিলেন সৃজন রায়, তবলায় সুরজিৎ সেন, অক্টোপ্যাডে এস এম রুবায়েত, বেইজ গিটারে সাইফুল ইসলাম সাইফ, বাঁশিতে মো. বেলাল হোসেন। আনন্দী সঙ্গীত একাডেমির পক্ষ থেকে যন্ত্রশিল্পীসহ অংশগ্রহণকারী সকল শিল্পীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নের পদ্মা সেতুর বর্ষপূর্তিতে ৪ তারকার গান
পরবর্তী নিবন্ধঈদে রুনা লায়লার সুরে মেয়ে তানির গান