বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছে নিউজিল্যান্ড। গত আসরের ফাইনালে হারের প্রতিশোধ নিয়েছে কিউইরা এবারের আসরের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে।অবশ্য টুর্নামেন্টের প্রথম দিনে ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল আফগানিস্তানও। কিন্তু ইংল্যান্ডের কাছে সে ম্যাচে হেরেছিল আফগানরা। আজ বুধবার মেলবোর্নে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। মাঠের নামার আগে আফগানদের ব্যাটিং-বোলিংয়ের প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের রেকর্ডগড়া জয়ে আসর শুরু করে কিউইরা। একই মাঠে পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে যায় আফগানরা। তাই বলে তাদের হালকা করে দেখার কোনো সুযোগ আছে বলে মানতে নারাজ নিউজিল্যান্ড। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আফগানদের ব্যাপারে নিজ দলকে সতর্ক করলেন বোল্ট। সেদিন আফগানদের খেলা না দেখলেও তাদের ব্যাপারে ধারণা রয়েছে বাঁহাতি এই পেসারের। তার মতে, আফগান ব্যাটসম্যানদের কেউ কেউ ছক্কা মেরে বল স্টেডিয়ামের বাইরেও পাঠিয়ে দিতে পারে। তবে আমরা তাদের খুঁটিনাটি বিশ্লেষণ করছি। মানসম্পন্ন একটি দলের মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছি। তারা খুবই অভিজ্ঞ দল। তারা এমন কোনো দল নয়, যাদের হালকাভাবে নেওয়া যায়। তাদের এমন খেলোয়াড় আছে যারা ছক্কা মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে পারে। এছাড়া বোলিং আক্রমণও খুব ভালো। এদিকে ইংল্যান্ডের কাছে হারের পর নিউজ্যিলান্ডকে হারাতে দৃড় প্রতিজ্ঞ আফগানিস্তান। আগের ম্যাচে ব্যাটিংটা ভাল নাহলেও বোলিং নিয়ে অভিযোগ নেই আফগানদের। তবে এই ম্যাচে সব বিভাগেই সেরাটা দিয়ে চায় আফগানরা। যদিও প্রতিপক্ষ নিউজ্যিলান্ড সম্পর্কে খুব ভাল ধারনা রয়েছে তাদের। আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত একটিই টি-টোয়েন্টি খেলেছে নিউজিল্যান্ড। আবু ধাবিতে ২০২১ সালের বিশ্বকাপের ম্যাচটি তারা জিতেছিল ৮ উইকেটে। বল হাতে ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন বোল্ট। সে ধারাবাহিকতা্ বজায় রাখতে চান বোল্ট এই ম্যাচেও। আমাদের দৃষ্টিকোণ থেকে এটিও অন্যান্য সব ম্যাচের মতো সমান গুরুত্বপূর্ণ। অবশ্যই এটি আমাদের জন্য বড় ম্যাচ। কারন আমরা সবকিছু ঠিকঠাক করার ব্যাপারে যে আলোচনা করেছি সেটি নিশ্চিত করতে চাই। বোল্ট জানান প্রথম ম্যাচে নিজেদের খেলায় আমরা গর্বিত। সে উপলক্ষ্য খুব উপভোগ করেছি। সেটি এখন আর আলোচনায় নেই। এখন পূর্ণ মনোযোগ আফগানিস্তানের ওপর। আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আবারও ভালো করার ব্যাপারে আশাবাদী।