আজকের শিশুদের হাত ধরেই আগামীর উন্নয়ন

লায়ন্স ক্লাব চিটাগংয়ের অনুষ্ঠানে কামরুন মালেক

| শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:২২ অপরাহ্ণ

আজকের এই শিশুদের হাত ধরেই আগামীতে দেশ ও দশের উন্নয়ন হবে, তাই শিশুদের উন্নত ও নৈতিক শিক্ষার মাধ্যমে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক।

তিনি শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি ডিজাইনার লায়ন ইসমাইল চৌধুরী এবং লিও ক্লাব অব চিটাগংয়ের সহ সভাপতি লিও মুনতাসির মামুনের পরিচালনায় স্কুল শিশুদের মাঝে সুপেয় পানির ফিল্টার, শিক্ষাসামগ্রী ও ডেঙ্গু, শৈশব ক্যান্সার ও ক্ষতিকর পলিথিন বিষয়ক সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ অনুষ্ঠান ১৫ কলেজ রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ক্রিয়েটিভ হাউস ‘নকশা’র সহযোগিতায় স্থানীয় বিদ্যালয়ের শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী, খাদ্য ও সুপেয় পানির ফিল্টার প্রদানের জনাকীর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপন মল্লিক, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের লিও ইয়ুথ ক্যাম্প এন্ড এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল প্রেসিডেন্ট লিও ইরফান মোস্তফা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের ভাইস চেয়ারম্যান লায়ন রাজিব সিনহা, সেক্রেটারি লায়ন ডা. মেজবাহ উদ্দিন তুহিন, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সদ্যপ্রাক্তন সভাপতি লায়ন আব্দুর রব শাহিন, সেক্রেটারি লায়ন নাজমুল শাকের, নকশার ভাইস চেয়ারম্যান লায়ন রোমেনা সুলতানা, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও অদিতি বড়ুয়া এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের প্রেসিডেন্ট লিও মো. নাজমুল হোসাইন আলেপ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মো. ইসমাইল চৌধুরী, বাবুল কান্তি লালা, রেবেকা নাসরিন, মো. আইয়ুব, বাসুদেব সিনহা, মহাদেব ঘোষ, লিটন কান্তি দত্ত, আবদুল কাইয়ুম, লিও সাদিফ, ওমর ফারুক, শওকত হোসেন, আব্দুল্লাহ আলী আল হাসান, বাঁধন ঘোষ, মাহমুদুন নবী, রামিসা মেহেদী, তাসফিয়া, দিয়া, উম্মে, রূপালি, সিয়াম, তামান্না, তোহা, রাইফ, রাহবার, রিদা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাংকস এফসির প্লাটিনাম প্রকল্প ওমেরাসের নির্মাণ কাজ শুরু
পরবর্তী নিবন্ধস্পিন দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চান শ্রীরাম