বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ–কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, আগামী নির্বাচন গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন যত দ্রুত হবে, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা তত শক্তিশালী হবে। দেড় দশকের বেশি গণতন্ত্রহীনতার সংস্কৃতির মাঝে বিশাল একটি তরুণ সমাজ বড় হয়েছে। যারা জানে না ভোট কি জিনিস, জানে না গণতান্ত্রিক অধিকার কি সেটা। তিনি বলেন,এই যাত্রা অব্যাহত রাখার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই। তিনি গতকাল শনিবার কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘরে ‘অঙ্গীকার’ নামের একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত তারুণ্যের নির্বাচন ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে একথা বলেন।
অঙ্গীকার পরিচালক হাসান মুকুলের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন চবি বিজ্ঞান অনুষদের ডীন ড. মুহাম্মদ আল আমিন। পরিচালক নাজমা সাঈদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দীন, মুহাম্মদ শাহেদ, এইচএম রাশেদ খান, জমির উদ্দীন নাহিদ, সাইফুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমরান এমি ও শফিউল বাশার সামু।
সেমিনারে অংশ নেওয়া চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন। ডীন ড. মুহাম্মদ আল আমিন বলেন, দেশের মোট ভোটার অর্ধেক নারী। রাজনৈতিক দলগুলোর উচিত নারীদের নিয়ে কাজ করা। তাদের আশা আকাঙ্খা ও নিরাপত্তা নিয়ে কাজ করা। তাদেরকে সামাজিক ও রাষ্ট্রীয় কাজে সম্পৃক্ত করা। আগামী নির্বাচনে তরুণদের পাশাপাশি নারী সমাজের বিশাল ভূমিকা রয়েছে। আয়োজকরা বলেন,যুবক ও তরুণদের চিন্তা–ভাবনাকে ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রেস বিজ্ঞপ্তি।












