চট্টগ্রাম জেলায় ১০৬ কোটি ৫৩ লাখ টাকায় ৯০টি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৭৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং ৩১ কোটি ৮৯ লাখ টাকায় নির্মিত ১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত ভবনগুলোর উদ্বোধন করবেন। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ প্রকল্প’ এর আওতায় প্রায় ১ হাজার ৯২৮ কোটি টাকা ব্যয়ে সারা দেশে ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ৮০ প্রাথমিক বিদ্যালয় ভবনগুলোও রয়েছে। নতুন ভবন নির্মাণ হওয়ায় ছাত্র–ছাত্রীরা নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে। এছাড়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজন নবনির্মিত এ বিদ্যালয়সমূহের সুবিধা পাবেন। নবনির্মিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র–ছাত্রীদের জন্য জেন্ডারের ভিত্তিতে পৃথক ওয়াশ ব্লক নির্মিত হয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নবনির্মিত চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করবেন বলে আজাদীকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল হক।
প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত আজাদীকে জানান, নবনির্মিত প্রাথমিক বিদ্যালয় ভবনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে ৪টি। বাকিগুলোর অবস্থান বিভিন্ন উপজেলায়। এর মধ্যে আনোয়ায় ২টি, বাঁশখালীতে ১টি, বোয়ালখালীতে ৯টি, চন্দনাইশে ৩টি, ফটিকছড়িতে ৯টি, হাটহাজারীতে ১০টি, লোহাগাড়ায় ৯টি, মীরসরাইয়ে ২টি, পটিয়ায় ১৪টি, রাঙ্গুনিয়ায় ৩টি, রাউজানে ৪টি, সন্দ্বীপে ৮টি, সাতকানিয়ায় ১টি এবং সীতাকুণ্ডে ১টি রয়েছে। চট্টগ্রামের বাইরে কঙবাজার জেলায় নবনির্মিত প্রাথমিক বিদ্যালয় ভবন রয়েছে ২০টি।
১০ মাধ্যমিক বিদ্যালয় : শিক্ষা মন্ত্রণালয়ের ‘বেসরকারি নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্প’, ‘নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্প ও পরিচালন বাজেট কর্মসূচির আওতায় সারা দেশে নির্মাণ করা হয়েছে ১ হজার ২৫৯টি উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা ভবন। এর মধ্যে চট্টগ্রামের আছে ১০টি। প্রকল্পটি বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার আজাদীকে বলেন, সবগুলো ভবনের শতভাগ কাজ শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নবনির্মিত শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনগুলোর উদ্বোধন করবেন।
জানা গেছে, চট্টগ্রামের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবনগুলোর মধ্যে বেসরকারি নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় নগরের বন্দর থানার হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয় ৪ কোটি ৩১ লাখ টাকায়। এছাড়া ৪ কোটি টাকায় নির্মিত হালিশহর থানার দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ৬ তলা একাডেমিক ভবন, ৪ কোটি ১২ লাখ টাকায় নির্মিত সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৫ তলা একাডেমিক ভবন, ৩ কোটি ২ লাখ টাকায় নির্মিত আনোয়ারা উপজেলার সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ে ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়।
পরিচালন বাজেট কর্মসূচির আওতায় নির্মাণ করা হয়েছে ২ কোটি ৩৫ লাখ টাকায় মীরসরাই উপজেলার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন এবং ৮ কোটি ১ লাখ টাকায় ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ফাউন্ডেশনের ১ তলা একাডেমিক ভবন।
এছাড়া নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন’ শীর্ষ প্রকল্পের আওতায় ৩ কোটি ২০ লাখ টাকায় নগরের দক্ষিণ পতেঙ্গা যয়নুল উলুম দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন, ৩ কোটি ৮৪ লাখ টাকায় কর্ণফুলী উপজেলার ফয়জুল বারী সিনিয়র ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবন, ২ কোটি ৯৩ লাখ টাকায় বোয়ালখালী উপজেলার শাকপুরা দারুসসুন্নাহ কামিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন এবং ৩ কোটি ২৭ লাখ টাকায় মীরসরাই উপজেলার লতিফিয়া কামিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ রয়েছে।