আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় ২৮ বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বার্ষিক আহরণ উৎসব গত ১০ অক্টোবর নগরীর নন্দনকানন ফুলকিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চবির জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ড. মো. আবুল মনসুর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চুয়েটের সাবেক ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন চবি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. সোমা চৌধুরী বিশ্বাস।
উপস্থিত ছিলেন আহরণের পৃষ্ঠপোষক উদ্যোক্তা প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, চুয়েটের গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব এবং সিআইইউর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আসিফ ইকবাল। তিন পর্বের উৎসবের ১ম পর্বে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা মঞ্চের পরিবেশনায় অংশগ্রহণ করে। গোলাম মোস্তফার ‘প্রার্থনা’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এই পর্বে অংশ নেয় প্রাণজয় পিয়াস, মুনতাহা ইসরাত, মো. মাহাবীর আইধ, আবরার ফাইয়াজ, প্রাচুর্য চৌধুরী, নাদিরা আনজুম, জান্নাতুল নাইম রিমু, মাইসুরা সাবাহাত, উম্মে হুমায়রা, মো. আবদুল্লা আল মুত্তাকিন, দেবজিত বসাক, সাইফান মাহমুদ চৌধুরী, ইয়ামিন তাওহীদা, কানিজ ফাতেমা নওরিন, মো. সাইফুল ইসলাম চৌধুরী, তাসিন ইসলাম ধ্রুব, আকীদ ইকবাল হক, রচয়িতা দেবী ঐশী, দেবোত্তম বড়ুয়া, লাইবা আজমিরা, সস্মিত বড়ুয়া, এডিসন মজুমদার, রাফান ওয়াজেদ, মো. রাফি, রাফসান মাহমুদ চৌধুরী, মাজহারুল ইসলাম, আবিদা মেহজাবিন ও মো. মোহায়েম আলম।
দ্বিতীয় পর্বে পরিবেশ বিষয়ক গবেষণাধর্মী আলোচনা সীসা দূষণ প্রসঙ্গ নিয়ে স্লাইড শো পরিবেশন করে একাদশ বিজ্ঞানের শিক্ষার্থী দেবাঞ্জনা বড়ুয়া। রাতের আকাশে তারার মেলা বিষয়ক প্রদর্শনী পরিবেশন করেন চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার শরীফ মাহমুদ সিদ্দিকী। আলো ও মহাবিশ্ব বিষয়ে প্রদর্শনী পরিবেশন করেন প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল ফিরোজ আহম্মদ। চক পেনসিল ইংলিশ স্কুলের সিনিয়র শিক্ষক আশরাফুন নেছা আহরণ সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন। স্বরচিত কবিতা পাঠ করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. ফজলুল কাদের।
শেষ পর্বে মঞ্চের পরিবেশনায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে যোগ্যতার ক্রম অনুসারে ১ম থেকে ৫ম স্থান অধিকারী আবরার ফাইয়াজ, আকিদ ইকবাল হক, রচয়িতা দেবী ঐশী, দেবোত্তমা বড়ুয়া ও দেবাঞ্জনা বড়ুয়াকে উপহার প্রদান করা হয়। এই পর্বে বিচারক ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপ–পরীক্ষা নিয়ন্ত্রক মশহুদ–উজ–জামান।
২০২৪–২৫ সালের বইপড়া কর্মসূচিতে ১ম হয় সলিমা সিরাজ মহিলা ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ইয়ামীন তাওহীদা রামিসা, ২য় হয় কুসুমকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আনজুম মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহনুর শামীমা হক ও ফিদা নুজহাত হুদা। অনুষ্ঠান প্রযোজনায় ছিলেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।











