রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ঢালাইকুল সড়ক গত কয়েক যুগ ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির পুরো অংশজুড়ে খানাখন্দে ভরা। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়ক ব্যবহারকারী হাজার হাজার মানুষদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মরিয়মনগর ডিসি সড়কের সাথে সংযুক্ত লালানগর ঢালাইকুল সড়ক। সড়কটি গত প্রায় দুই যুগেরও আগে এইচবিবি (ব্রিক) দ্বারা উন্নয়ন করা হয়েছিল। এরপর থেকে আর কখনোই সংস্কার হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের অধিকাংশ ইট-খোয়া উঠে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচলে ঝুকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে জল কাদায় একাকার হয়ে যায় সম্পূর্ণ সড়কটি। এতে সড়ক পথে যাতায়াতকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় মুহাম্মদ ইমরান হোসেন মামুন নামে এক ব্যক্তি বলেন, ঢালাইকুল হতে লালানগর স্কুল ও পূর্ব মোল্লা পাড়া পর্যন্ত সড়কের সংস্কার অতীব জরুরি। এই সড়কের আশেপাশে রয়েছে ৬টি মসজিদ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। উত্তরে ডালাইকূল ও দক্ষিনে পেকুয়ার কূল এবং পূর্বদিকে পাহাড়ে বসতবাড়িতে যাওয়ার প্রধান সড়ক এটি। ১৯৯০ সালে এই সড়কটিকে তৎকালীন ইউপি চেয়ারম্যান মরহুম মো. ইউনুচ তালুকদারের মাধ্যমে ইটের রাস্তায় রূপান্তরিত হলেও এরপর থেকে আর কোন সংস্কার হয়নি। বর্তমানে সম্পূর্ণ সড়কটি ইটে উঠে গিয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা এটি দ্রুত সংস্কারের দাবী জানাচ্ছি।”
এই ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন বলেন, সড়কটি চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় কয়েক হাজার মানুষ প্রতিদিন এটি দিয়ে চলাচল করেন। এটি সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সুপারিশ করা হলে এটি জলবায়ু তহবিলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জেনেছি।
জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম বলেন, সড়কটি সংস্কারে প্রথম ২৫০ মিটার জলবায়ু তহবিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেটি সড়কের পূর্বমোল্লা পাড়া থেকে হয়ে আসবে। বাকী অংশ সংস্কারের জন্য স্থানীয় সাংসদ মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয়ের বিশেষ ২৬টি সড়ক সংস্কারের প্রস্তাবনায় দেওয়া হয়েছে। এরমধ্যে সড়কে একটি কালভার্ট করার প্রস্তাবনাও রয়েছে বলে তিনি জানান।