স্বচ্ছ তদন্তের আশ্বাস যুক্তরাষ্ট্র দূতাবাসের

বস্টনে আরিফের মৃত্যু

| মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৪:৩৯ পূর্বাহ্ণ

বস্টনে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সৈয়দ আরিফ ফয়সালের মৃত্যুর স্বচ্ছ তদন্ত হবে বলে আশ্বস্ত করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। গতকাল দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনুরের সই করা বিবৃতিতে এই আশ্বাস বাণীর পাশাপাশি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস সৈয়দ ফয়সালের পরিবারে গভীর সমবেদনা জ্ঞাপন করছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের মাধ্যমে স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তে আমাদের সমর্থন রয়েছে। খবর বিডিনিউজের।

গত বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের বস্টনের কেমব্রিজে পুলিশের গুলিতে নিহত হন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের শিক্ষার্থী ফয়সাল। তিনি সাত বছর আগে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে যুক্তরাষ্ট্রে আসেন। এদিকে তার এমন মৃত্যুর জন্য দায়ী পুলিশের বিচার দাবিতে গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ‘সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে মানববন্ধন হয়। দুপুরে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক ইলিন লোবেশার আগমনকে ঘিরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনে শ’খানেক মানুষ অংশ নেন। এতে ‘যুক্তরাষ্ট্রে আজ মানবাধিকার ভূলুণ্ঠিত’, ‘জাস্টিস ফর ফয়সাল’, ‘ইউএসএতে বাংলাদেশি নিহত, পররাষ্ট্র মন্ত্রণালয় চুপ কেন?’, ‘স্টপ কন্টিনিউয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন’ প্রভৃতি প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। আর নিজেদের কমিউনিটির সন্তান ফয়সালের এই মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরাও বিক্ষোভ করেছেন। বাংলাদেশে তার পরিবারও বিচারের দাবি জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রাণ গেল শিশুর