সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে আনোয়ার হোসেন (৪৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল আনুমানিক পৌনে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে প্রথম অবস্থায় পুলিশ অজ্ঞাত হিসেবে উদ্ধার করলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নাম–পরিচয় শনাক্ত করা হয়। নিহত আনোয়ার হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা আরব আলীর ছেলে। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন বলেন, উদ্ধারকৃত ব্যক্তির কোমরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, সকাল পৌনে ৬টার দিকে কোন অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে নিহতের এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।