সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:৫১ পূর্বাহ্ণ

সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচদিন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে গতকাল বিকেল থেকে নগরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি হয়েছে পথচারীদের।

ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, লঘুচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বসির আহমেদ হাওলাদার আজাদীকে জানান, আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক সাংবাদিকদের জানান, লঘুচাপ তৈরি হলে আশপাশের এলাকা থেকে বাতাস ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। এতে বাতাসের আর্দ্রতা ও জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত বাড়ায়। সাধারণত বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এ ধরনের লঘুচাপ বেশি সৃষ্টি হয় এবং এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে টানা বৃষ্টি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধলন্ডনে উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টার নিন্দা জানালো সরকার
পরবর্তী নিবন্ধপরিস্থিতি থমথমে, দুটি তদন্ত কমিটি গঠন, মামলার প্রস্তুতি