ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার ঘটনায় সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনি সমন জারি করতে চলেছে কংগ্রেসের তদন্ত কমিটি। গত বৃহস্পতিবার দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেস কমিটি সমন জারির পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে। হাউজ সিলক্ট কমিটির ৭ ডেমোক্র্যাট ও ২ রিপাবলিকান আইনপ্রণেতা নিয়ে গঠিত ৯ সদস্যের প্যানেলে ট্রাম্পকে সমন জারির পক্ষে ভোট পড়ে ৯ টি। খবর বিডিনিউজের।
অর্থাৎ, ক্যাপিটল দাঙ্গা নিয়ে নথিপত্র পেশ করাসহ সাক্ষ্য দেওয়ার জন্য সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টকে হাজির করার নির্দেশনামা জারির পক্ষে সব সদস্যই ভোট দিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে ট্রাম্পকে সমন পাঠানো হতে পারে।
সমন পালনের জন্য তাকে সময়ও বেঁধে দেওয়া হবে। ট্রাম্প এ সমন না মানলে তিনি অপরাধের অভিযোগে অভিযুক্ত হতে পারেন এবং দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে।
কংগ্রেস কমিটি প্যানেলের ডেমোক্র্যাট চেয়ারম্যান এবং মিসিসিপির প্রতিনিধি বেনি থম্পসন বলেছেন, তাকে (ট্রাম্প) জবাবদিহি করতে হবে। তার কর্মকাণ্ডের জবাব দিতে হবে। সেদিন গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে নিহত পুলিশ কর্মকর্তাদের জন্য তাকে জবাবদিহি করতে হবে। ক্ষমতায় থাকার জন্য তিনি যে লাখো আমেরিকানের ভোট ছুড়ে ফেলতে চেয়েছিলেন তার জবাবও তাকে দিতে হবে।










