সবুজ দেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: হুইপ সামশুল

পটিয়া প্রেস ক্লাবকে ১ হাজার গাছের চারা বিতরণ

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পর বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা। এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত চট্টগ্রাম জেলায় ২৩ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির আওতায় পটিয়ায় ১ লক্ষ ৭০ হাজার গাছের চারা বিতরণ ও রোপন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রতিটি শিক্ষার্থী যেন কমপক্ষে একটি গাছের চারা রোপন করে। শুধু গাছের চারা রোপন করলেই দায়িত্ব শেষ করলে হবে না। যথাযথ পরিচর্যার মাধ্যমে প্রতিটি চারাকে এক একটি পরিপূর্ণ বৃক্ষে রূপান্তর করতে হবে। গতকাল রোববার উপজেলা প্রশাসন আয়োজিত পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পটিয়া প্রেস ক্লাবকে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, হাবিবুল হক চৌধুরী, উপজেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল, পৌরসভা আ.লীগের সভাপতি আলমগীর আলম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, পটিয়া আদর্শ হাই স্কুলের সভাপতি ডা. সাইফুল ইসলাম, পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, কামাল উদ্দিন বেলাল, সওয়ার কামাল রাজিব, গিয়াস উদ্দিন আজাদ, জসিম উদ্দিন, মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম, বুলবুল আকতার, ইয়াছমিন আকতার চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় টিলা কাটায় দেড় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরাশেদ রাউফ-এর অন্ত্যমিল