শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে হাটহাজারীতে ডিজিটাল ডিসপ্লে স্থাপন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৪:৫৯ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা পরিষদে একটি ডিজিটাল সাইনেজ ডিসপ্লে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস) বাস্তবায়নের উপকরণসমূহ যেমন, তথ্য অধিকার (আরটিআই), সিটিজেনস চার্টার, এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ক তথ্যমূলক ভিডিও চিত্র উপজেলা পরিষদে আগত সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হচ্ছে।
গত বৃহস্পতিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডিসপ্লেতে প্রদর্শিত ভিডিওর মাধ্যমে আরটিআই ফর্ম ব্যবহার করে কিভাবে তথ্যের জন্য আবেদন করতে হয়, জিআরএস ফর্ম ব্যবহার করে কিভাবে অভিযোগ করতে হয়, সিটিজেনস চার্টার থেকে কিভাবে পরিষেবা সম্পর্কিত তথ্য পাওয়া যায়- প্রভৃতি বিষয়ে জানা যাবে। ইউএনও রুহুল আমিন জানান, ডিজিটাল সাইনেজ ডিসপ্লে হাটহাজারী উপজেলার সাধারণ মানুষকে এনআইএস উপকরণগুলো সম্পর্কে সচেতন করবে এবং উন্নত পরিষেবা পাওয়ার জন্য এসব উপকরণ ব্যবহার করতে তাদের উৎসাহিত করবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া ও বাঁশখালীতে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধনিরপরাধ আলেম ওলামাদের ওপর ‘জুলুম’ হচ্ছে : বাবুনগরী