শিপিং এজেন্টস এসোসিয়েশনের উদ্বেগ, নগর পুলিশ কমিশনার বরাবরে চিঠি

আগ্রাবাদে শিপিং অফিসে চড়াও হওয়ার ঘটনা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

জাহাজে পণ্য সরবরাহসহ ঠিকাদারী কাজের দাবিতে নগরীর অফিসপাড়া আগ্রাবাদস্থ ইউনিওশন শিপিং লাইন্সের অফিসে চড়াও হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন।

গতকাল নগর পুলিশের কমিশনার বরাবরে প্রেরিত এক পত্রে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে সেদিকে সজাগ থাকার জন্য পুলিশ কমিশনারের প্রতি অনুরোধ জানিয়েছেন। পত্রটির অনুলিপি সরকারের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্টদের প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, নগরীর ৫৭ আগ্রাবাদস্থ বহুতল ভবন আসসালাম টাওয়ারের অষ্টম তলায় অবস্থিত বিদেশি মাদার ভ্যাসেলের জাহাজের স্থানীয় এজেন্ট কর্মরত ইউনিওশন শিপিং লাইন্স লিমিটেডের অফিসে চড়াও হয়ে মালিকদের গালিগালাজ এবং খোঁজাখুঁজি করে। তাদের ভেন্ডরের কাজ (জাহাজে পণ্য সরবরাহ ও ঠিকাদারী) না দিলে আগ্রাবাদে কি করে ব্যবসা করে তা দেখিয়ে দেবে বলে শাসায়।

গত মঙ্গলবার দুপুরে সংঘটিত ওই ঘটনার ব্যাপারে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। ঘটনার ব্যাপারে গতকাল পুলিশ কমিশনার বরাবরে পত্র দিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনারও আহবান জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডায়ালাইসিস সেবা বন্ধে স্যান্ডরের ফের আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধদেশে প্রথমবারের মত ব্রেইন ডেড মানুষের কিডনি পেল দুজন