লাল কার্ড হাতে ঢাকার সড়কে শিক্ষার্থীরা

| রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনত শিক্ষার্থীরা রাস্তার কাজে দুর্নীতি ও লুটপাটে জড়িতদের ‘লাল কার্ড’ দেখানোর কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকার রামপুরা সেতুর উপর একদল শিক্ষার্থী লাল কার্ড হাতে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে আজ রোববার দুপুর ১২টায় একই স্থানে সড়কে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও ব্যঙ্গচিত্র প্রদর্শনীর কর্মসূচি ঘোষণা করা হয়। খবর বিডিনিউজের।
গত সোমবার রাতে রামপুরায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী মো. মাঈনুদ্দিন নিহত হওয়ার পর প্রতিদিনই রামপুরা এলাকায় অবস্থান নিয়ে আসছে ওই এলাকার শিক্ষার্থীরা।
এই অবস্থানে নেতৃত্বের ভূমিকায় থাকা খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, সড়কে একের পর এক মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা বলতে চাই, এটা পুরো সিস্টেমের দোষ, যে সিস্টেমের মধ্যে ঘুষ আছে, যেই সিস্টেমের মধ্যে লুটপাট আছে। সড়ক ব্যবস্থাপনার সঙ্গে রাষ্ট্রের যত কর্তৃপক্ষ জড়িত, সরকারি-বেসরকারি কর্তৃপক্ষরা দুর্নীতিপরায়ন হয়ে উঠেছেন।
নিজেদের কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি তিনি বলেন, সড়কের সাথে যে লুটপাট-দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিকে আমরা আজকে লাল কার্ড দেখাচ্ছি। আপনারা জানেন যে যখন মাঠে ফুটবল খেলা হয়, তখন খেলোয়াড়রা কোনো ভুল বা অন্যায় করলে রেফারি লাল কার্ড দেখায়, আমরা সেই রেফারির ভূমিকা পালন করতে চাচ্ছি।
সমাবেশ শেষে দুপুর ১টার দিকে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা দিনের কর্মসূচি শেষ করে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে চীনা নাগরিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু