পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সুন্নি সম্মেলন গত শুক্রবার রাউজানের গহিরাস্থ কাজী পাড়া বাইতুল ইজ্জত জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
হাটহাজারী আনোয়ারুল উলূম ফাযিল ডিগ্রি মাদরাসার আরবী প্রভাষক আল্লামা জসিম উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ছিপাতলী জামিয়া গাউছিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদরাসার আরবী প্রভাষক আল্লামা মুফতি মোহাম্মদ ফখরুদ্দিন চাঁদপুরী। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি নারায়নহাট ইসলামিয়া সুন্নিয়া মহিলা আলিম মাদরাসার আরবী প্রভাষক আল্লামা জসিম উদ্দিন আল কাদেরী। প্রধান ওয়ায়েজ ছিলেন আল্লামা গাজী তরিকুল ইসলাম মাইজভান্ডারী, বিশেষ বক্তা ছিলেন আল্লামা ওসমান গণি আল কাদেরী, মাওলানা কায়ছার আলম। সম্মেলনে ফখরুদ্দিন চাঁদপুরী বলেন, পরকালের নাজাতে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ ও বাস্তবায়ন করাই হচ্ছে প্রকৃত মুসলমানের কাজ। রাসুলের জীবনাদর্শ সমাজে প্রতিষ্ঠা করতে পারলে শান্তি ও সমপ্রীতি গড়ে তোলা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।












