রাইজিং স্টার হারালো ফ্রেন্ডস ক্লাবকে

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চতুর্থ জয় পেয়েছে রাইজিং স্টার ক্লাব। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ৫ম রাউন্ডের খেলায় রাইজিং স্টার ক্লাব ৬ উইকেটে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। রাইজিং স্টার তাদের আগের ম্যাচে শিরোপা প্রত্যাশী ব্রাদার্স

 

ইউনিয়নের কাছে প্রথম হার মেনেছিল। তবে নিজেদের প্রথম তিন ম্যাচেই তারা জয়লাভ করে। গতকাল ফ্রেন্ডসকে হারিয়ে তারা আবার জয়ের ধারায় ফিরলো। অন্যদিকে ফ্রেন্ডস ক্লাব এনিয়ে তৃতীয় পরাজয় বরণ করলো। ২টি ম্যাচে তারা জয় পেয়েছিল। গতকাল টসে জিতে রাইজিং স্টার প্রথমে ফ্রেন্ডস ক্লাবকে ব্যাট

করতে পাঠায়। ৪৮ ওভার খেলে তারা অল আউট হয়ে যায়। ১৬৬ রান সংগ্রহ করে ফ্রেন্ডস ক্লাব। শুরুতেই উইকেট হারায় তারা দলীয় ৭ রানে ওপেনিং জুটি ভেঙ্গে যায়। অপর ওপেনার মাহফিজুল ইসলাম তিন নম্বরে খেলতে নামা ব্যাটার মনিরুল ইসলামের সাথে জুটি বেঁধে রান সংখ্যা ৫৪ তে নিয়ে যান। মনিরুল

৩০ রান করে জাহেদুল ইসলামের বলে কট এন্ড বোল্ড হয়ে যান। দলীয় ৭৫ রানে ওপেনার মাহফিজুলও ফিরে যান ব্যক্তিগত ২৯ রান করে। এরপর ৫ম উইকেট জুটিতে শাওন কাজী সুমন এবং মেহরাব হোসেন ৫০ রান যোগ করলে দলীয় রান ১৩০ এ উন্নীত হয়। সুমন ৩১ এবং মেহরাব ৩৬ রান করে আউট

হলে বাকিদের পক্ষে আর বেশি দূর যাওয়া সম্ভব হয়নি। এর মধ্যে মেহেদি হাসান ১১ রান করেন। রাইজিং স্টার ক্লাবের আকিবুল ইসলাম ৩১ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। ২৫ রান দিয়ে ৩টি উইকেট পান ওমর ফারুক। ২টি উইকেট পান জাহেদুল ইসলাম ২৪ রান খরচায়। বাকি উইকেটটি পান মুন্তাসির।

জবাব দিতে নেমে ৩৫.৩ ওভার খেলেই জয় করায়ত্ব করে নেয় রাইজিং স্টার ক্লাব। ৪ উইকেট হারিয়ে তারা ১৬৭ রান তুলে নেয়। দুই ওপেনার শহিদুল ইসলাম এবং আবিদ মো. চৌধুরী আলভী দলীয় ৩৮ রান তুলে বিচ্ছিন্ন হন। শহিদুল ২১ রানে এবং আবিদ ২৪ রান করে আউট হন। এরপর মুন্তাসির এবং

হৃদয় ইসলাম দলকে জয়ের কাছে নিয়ে যেতে সক্ষম হন। মুন্তাসির ৩৬ রান করে আউট হয়ে গেলেও হৃদয় ৩১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। এছাড়া সাইদুল ইসলাম তুহিন ১৩ রান করে রান আউটের শিকারে পরিণত হন। শাকিল অপরাজিত থাকেন অপরাজিত ২০ রান করে। অতিরিক্ত থেকে আসে আরো ১৯ রান। ১টি করে উইকেট দখল করেন ফ্রেন্ডস ক্লাবের মেহেদি হাসান হাস্না, মো. মোজাহার এবং ইকবাল বাহার।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস তায়কোয়ানডো লিগে কল্লোল সংঘ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধফের রাতভর বিক্ষোভে কাঁপল ইরান