মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার গত ১০ নভেম্বর মোস্তফা হাকিম হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের এই ধারাবাহিকতা বজায় রাখতে এর পাশাপাশি সমাজের মানুষের জন্য মানবতার কাজে আরো বেশি এগিয়ে যেতে এই বছরে নতুন করে ৮০ সদস্য যুক্ত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে সদস্যদের সাংগঠনের ইতিহাস, নতুন সদস্যদের দায়িত্ব,সমাজে সেচ্ছাসেবীদের অবদান নিয়ে সেমিনার ও রক্তদান রক্তদাতা জোগাড় নিয়ে মোটিভেশনাল সেশন নেওয়া হয়। উপস্থিত সদস্যরা ব্লাড ব্যাংকের প্রোগ্রাম নিয়ে সন্তুষ্টি লাভ করে এবং ব্লাড ব্যাংকের মাধ্যমে সামাজিক স্বেচ্ছাসেবী কাজগুলোতে নিজেকে সংযুক্ত রাখতে চান।ওরিয়েন্টেশন প্রোগ্রামে অতিথি ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন, মোস্তফা হাকিম হাই স্কুলের প্রধান শিক্ষক শৌরভ ও ভোকেশনাল বিভাগের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার মজুমদার। অতিথিরা ব্লাড ব্যাংকের সেচ্ছাসেবীদের কাজগুলোর প্রতি সম্মাননা জানান এবং এই ধরনের কাজগুলোতে নিজে যুক্ত রেখে মানবতার সেবা করার উৎসাহ প্রদান করেন। উপস্থিত ছিলেন রেজাউল মোস্তফা, মোস্তফা মোরশেদ শ্রেয়াস, নাদিম শেখ, ফারিয়া সিদ্দিকা জেবা, আরফান হামিম সিয়াম, আফসানা রহমান মিম, ইমতিয়াজ রাফি, মুনতাসীর মাহামুদ, আয়শা আক্তার, আবু বক্কর সিদ্দিক,আয়েশা মির, মো. আবু সায়েদ, সুমাইয়া আক্তার হ্যাপি, ইসরাত জাহান নাঈমা, ফারহানা আক্তার নওরিন,জান্নাতুল মাওয়া, তাবাসসুম ইসমাত তারিন, রাজিয়া বিনতে তৃষা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নতুন মুখ ডা. নয়ন ভৌমিক
পরবর্তী নিবন্ধচুয়েটে আইকিউএসির সেমিনার