মঙ্গলে নতুন পাথরের খোঁজ ইঙ্গিত প্রাচীন জীবনের

| রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

অনেকদিন ধরেই মঙ্গল গ্রহে বিভিন্ন নমুনা সংগ্রহ করছে নাসার রোভার পারসিভ্যারেন্স। সমপ্রতি রোভারটি এমন এক পাথর খণ্ড খুঁজে পেয়েছে যা থেকে মিলতে পারে প্রাচীন জীবনের প্রমাণ। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের সবচেয়ে উঁচু জলপ্রপাত, চেয়াভা ফলসএর নামে নামকরণ করা হয়েছে পাথরটির। খবর বিডিনিউজের।

তিন দশমিক দুই বাই দুই ফুট আকারের নমুনাতে রয়েছে রাসায়নিক স্বাক্ষর ও কাঠামো যা কোটি কোটি বছর আগে প্রাচীন মাইক্রোবায়াল জীবনের মাধ্যমে তৈরি হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

পারসিভ্যারেন্স গত ২১ জুলাই শিলাটি এমন এক জায়গা থেকে সংগ্রহ করে যা এক সময় ছিল মঙ্গলের নদী উপত্যকা। অনেক আগে পানির প্রবাহ তৈরি করেছিল উপত্যকাটি। নমুনাটির দৈর্ঘ্য বরাবর বড় সাদা ক্যালসিয়াম সালফেটএর শিরা রয়েছে। এক সময়ে পাথরের মধ্য দিয়ে আসলেই পানি প্রবাহিত হয়েছিল, শিরাগুলো এমনটিই নির্দেশ করে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পাথরটিতে মিলিমিটারআকারের চিহ্ন রয়েছে, যা এর কেন্দ্রের লালচে রঙের ওপর চিতাবাঘের চামড়ার দাগের মতো দেখায়। পৃথিবীতে এ দাগগুলো পাললিক পার্থিব শিলায় তৈরি হতে পারে, যখন রাসায়নিক বিক্রিয়া হয় যা হেমাটাইট যৌগকে সাদা রঙে পরিণত করে। মঙ্গলের লালচে রঙের পেছনের কারণও এই হেমাটাইট।

পূর্ববর্তী নিবন্ধতাড়া খাওয়া গাজাবাসীর আশ্রয় হয়েছে পরিত্যক্ত কারাগার
পরবর্তী নিবন্ধমাইক বন্ধ করে অপমান, নীতি আয়োগ বৈঠক বয়কট মমতার