ইউনেক্স–সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টনের সিনিয়র পর্যায়ের খেলা মঙ্গলবার শুরু হয়েছে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। ভালো–মন্দের মিশেলেই শুরু হয়েছে বাংলাদেশের শাটলারদের মিশন। মঙ্গলবার হওয়া প্রথম রাউন্ডের পুরুষ এককের ৬টি ও দ্বৈতে একটি খেলাতে অংশ নিয়েছিল বাংলাদেশ। জিতেছে এককের তিনটিতে। খন্দকার আবদুস সোয়াদ ২–০ সেটে হারিয়েছেন ভারতের লোকেস বাবু রমেশকে। প্রথম গেমে সোয়াদ জিতেছেন ২১–১৩ পয়েন্টে, দ্বিতীয় গেম জিতেছে ২১–১৪ পয়েন্টে। আল আমিন জুমার ৩–১ সেটে হারিয়েছেন ইংল্যান্ডের ওয়াঙ্গ ইহ্যাঙ্গকে। প্রথম দুই গেমে দুইজন জিতলে তৃতীয় গেমে খেলা নিষ্পত্তি হয়। তৃতীয় গেম ১৭–৭ পয়েন্টে জিতেছেন বাংলাদেশের জুমার।












