বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে মো. জিসান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব বেপারীপাড়া এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিসান ওই এলাকার মো. সোলাইমান বাবুর্চির ছেলে। তিনি চৌধুরীহাট এলাকার একটি স্টিলের আলমারি তৈরির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার উপপরিদর্শক বিকাশ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেএটি আত্মহত্যা। তিনি আরও বলেন, জিসান মৃত্যুর আগে গভীর রাত পর্যন্ত এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলেছেন। ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের বাবা মো. সোলাইমান বাবুর্চি বলেন, প্রায় এক মাস আগে কঙবাজার যাওয়ার কথা বলে বন্ধুদের সঙ্গে ঢাকা গিয়েছিল জিসান। ৫/৬ দিন পর বাড়িতে ফিরে সারাক্ষণ মোবাইলে বন্ধুদের সঙ্গে কথা বলত। পরিবারের কারো সঙ্গে কথা বলত না। এমনকি ঘরের খরচ দেওয়া বন্ধ করে দেয়। তার মায়ের স্বর্ণালঙ্কারও বিক্রি করে দিয়েছে। হয়তো কোথাও ঋণ হয়েছিল, কিন্তু আমাদের কিছু বলেনি।

বোয়ালখালী থানার ওসি লুৎফুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিফ প্রসিকিউটর কার্যালয়ে ১৪টি গুমের অভিযোগ করেছে ভয়েড
পরবর্তী নিবন্ধইমাম হোসাইনের (রা.) আত্মত্যাগ না হলে, ইসলামের মূল আদর্শ চিরতরে মুছে যেতো