বাগমনিরাম ওয়ার্ডে মসজিদের উন্নয়ন কাজে আর্থিক অনুদান

| শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের ও আর নিজাম রোড আবাসিক এলাকা জামে মসজিদ ও পূর্ব নাসিরাবাদ ৩ তলা জামে মসজিদ পরিচালনা কমিটির হাতে উন্নয়ন কাজে নগদ অর্থ হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ও আর নিজাম রোড আবাসিক এলাকা জামে মসজিদ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নুরুল আলম, ভাইস প্রেসিডেন্ট এম.এ শুক্কুর, কোষাধ্যক্ষ মাহমুদ নেওয়াজ, সদস্য আব্দুল ওয়াদুদ আরজু, পূর্ব নাসিরাবাদ ৩ তলা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. নাসির, সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, মোতোয়াল্লী মোস্তফা ইকবাল জাবেদ, মোয়াজ্জিন আব্দুল আজিজ, হাফেজ ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোকনাথ গীতা স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধভেজাল ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে