নগরীর দামপাড়াস্থ বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে (বাওয়া) চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাতে সংঘটিত চুরির এ ঘটনায় প্রতিষ্ঠানটির তিনটি ল্যাপটপ চুরি হয়ে গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে প্রতিষ্ঠানটির দুজন নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় চকবাজার থানা পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন আজাদীকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজন নাইটগার্ডকে থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে, ওই সময় তারা ঘুম ছিল। ঘুমের সময় চুরির ঘটনা ঘটেছে। পরে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং পরিচালনা কমিটির একজন সদস্য এসে নিজেদের জিম্মায় নাইটগার্ড দুজনকে নিয়ে গেছেন। চুরির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
আরো খবর
নগরীর সড়কে অর্ধেকের বেশি সিসি ক্যামেরা অচল
নগরীতে অর্ধেকের বেশি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা অচল থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করতে পারছে না পুলিশ। বিভিন্ন সময় নগর পুলিশের ঊর্ধ্বতনরা সিসিটিভি...
x