চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.স.ম জামশেদ খোন্দকার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। কোভিডকালীন সময়ে দেশ-বিদেশে প্রবাসীদের যে সকল সমস্যা বিরাজ করছে সেগুলো অত্যন্ত আন্তরিকভাবে নজরদারী করছেন তিনি। প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের কারণে আমাদের দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।
গতকাল শনিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত ‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অভিবাসন’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিএমও), জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ব্যাংক ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে রেমিট্যান্স প্রেরকারীদের দুই জন সফল প্রবাসী ৪ জনকে সম্মাননা স্মারক ‘ক্রেস্ট’ তুলে প্রধান অনুষ্ঠানের প্রধান অতিথি। এতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদারের সভাপতিতে ও আঁখি মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিকেটিটিসির অধ্যক্ষ বেগম নওরীন সুলতানা ও মহিলা টিটিসির অধ্যক্ষ বেগম আশরিফা তানজীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, সুমন কান্তি দেব, মনোয়ারা বেগম, আবদুস সবুর, রিসান রেজা, সাদিয়া সালাম। বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র কুমার চাকমাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।











