প্রবাল চৌধুরী : সঙ্গীতাকাশে এক উজ্জ্বল নক্ষত্র

প্রবাল চৌধুরী। দেশের সঙ্গীতাকাশে এক উজ্জ্বল নক্ষত্র, সঙ্গীতসাগরের মূল্যবান প্রবাল। তাঁর ভরাট কণ্ঠের জাদুতে মুগ্ধ হয় লাখো শ্রোতা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পী হিসেবে একক কণ্ঠে, দ্বৈতও সমবেত কণ্ঠে প্রচুর গান পরিবেশন করেছেন তিনি। অনেক কণ্ঠের ভিড়ে তাঁর কণ্ঠছিলো স্বতন্ত্র। ১৯৪৭ সালের ২৫ অগাস্ট চাঁটগায়ের রাউজান থানার বিনোজুরী গ্রামে। তাঁর পিতার নাম মনমোহন চৌধুরী ও … Continue reading প্রবাল চৌধুরী : সঙ্গীতাকাশে এক উজ্জ্বল নক্ষত্র