: একটা সবুজ বাগান চাই -যেখানে প্রজাপতির মতো উড়বে আমাদের ছোট্ট সোনামনিরা- নিরাপদে নির্বিঘ্নে। হোক সেটা মায়ের কোলে, পুতুল খেলার আসরে বা কোন জনপদে বিচরণে, যেখানে থাকবে না কোন হায়েনার লোলুপ দৃষ্টি। বেশি কিছু না, শুধু একটু নিরাপত্তা চাই -নারীর শৈশব কৈশোর যৌবন আর বৃদ্ধাকালে।
আরো খবর
বুয়েটে আরো ১৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর আন্দোলনের মুখে র্যাগিংয়ে জড়িত আরও ১৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কর্তৃপক্ষ।
তিতুমীর হলের এসব আবাসিক শিক্ষার্থীর...
x