শিক্ষার্থীদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং প্রযুক্তির আধুনিক ও ব্যবহারিক দিকের সাথে পরিচয় গড়ে দিতে ‘Role of A1 + ML in Industry 4.0’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে আইকিউএসির’ অধীনে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রযুক্তি ও প্রকৌশল বিভাগের শিক্ষকদের নেতৃত্বে গত ১১জুলাই অনলাইন প্লাটফর্ম জুমে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে কীনোট স্পীকার ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। তিনি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং প্রযুক্তির নানাবিধ তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক নিয়ে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। ওয়েবিনারে অংশ নেন কম্পিউটার প্রযুক্তি ও প্রকৌশল বিভাগের শিক্ষকবৃন্দ এবং দুশতাধিক শিক্ষার্থী।
ওয়েবিনারের উদ্বোধন এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রযুক্তি ও প্রকৌশল বিভাগের সভাপতি তৌফিকা আম্রিন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ এবং বিভাগের কো-অর্ডিনেটর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রযুক্তি ও প্রকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম। প্রেস বিজ্ঞপ্তি।