পুকুরে জালে আটকা ১২ ফুট লম্বা অজগর

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

পটিয়ায় পুকুরের জালে আটকা পড়েছে ১২ ফুট লম্বা ও প্রায় ২৬ কেজি ওজনের একটি অজগর (বার্মিজ পাইথন)। গতকাল বুধবার সকালে উপজেলার ১৬ নং কচুয়াই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আজিমপুর সদ্দার পাড়া গ্রামের একটি পুকুর থেকে অজগরটি উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, পুকুরের ভাসমান জালে বিশাল আকৃতির সাপ দেখতে পেয়ে আতংকিত হয়ে পড়ে স্থানীয়রা। পরে এলাকার এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দেয়। সেখান থেকে পরবর্তীতে চট্টগ্রাম দক্ষিণ পটিয়া বনবিভাগ রেঞ্জে জানানো হয়। বনবিভাগ তাদের ‘স্নেক রেস্কিউ টিমকে’ জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করে। উদ্ধারের পর সাপটি দেখার জন্য এলাকার শত শত উৎসুক জনতার ভিড় জমে। পরে বনবিভাগের একদল কর্মী সাপটি উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করে পটিয়া বনবিভাগ জানান, সাপটি ‘বার্মিজ পাইথন’। এটি দৈর্ঘে ১২-১৩ ফিট লম্বা এবং ২৫-২৬ কেজি ওজনের।

পূর্ববর্তী নিবন্ধজুমে ধান কাটা শুরু
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, মহিলা দল নেত্রী কারাগারে