পাঁচলাইশে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে প্রাণ গেল যুবকের

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফাহিম (২৭) নামের এক যুবক প্রাণ হারিয়েছে। গতকাল সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে নাজির পাড়া দাম্মো পুকুর পাড় এলাকার জাহাঙ্গীর সর্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম স্থানীয় মুজিবুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ। বাড়ির পানির মোটর চালু করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসপি শীলব্রত বড়ুয়া জানান, বাড়ির পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ফাহিম নামের ওই যুবক। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার মুমূর্ষু অবস্থায় ফাহিমকে চমেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

পূর্ববর্তী নিবন্ধপরস্পরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করতে হবে
পরবর্তী নিবন্ধসরকারি ও বিরোধীদল উভয়ই মুক্তিযুদ্ধের পক্ষের হওয়া উচিত : তথ্যমন্ত্রী