মহেশখালীতে টমটম ও মিশুক গাড়ির সংঘর্ষে ইমরান হোসেন নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় মো. তারেক (১৩) নামে চালকের এক সহকারী কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা যায়। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান একই ইউনিয়নের লম্বাঘোনা গ্রামের বাক প্রতিবন্ধী রংমিস্ত্রি বেলাল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী জানান, নিহত শিশু বাজার থেকে নাস্তা নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মিশুক গাড়ির সাথে অপর এক টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে একটা গাড়ি উল্টে গিয়ে শিশুটির ওপর পড়ে। এতে টমটম চাপা পড়ে গুরুতর আহত হয় ইমরান হোসেনসহ দুজন। তাদের মধ্যে উল্টে যাওয়া গাড়ির ড্রাইভারের সহকারী তারেকের এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে ইমরানের মৃত্যু হয়। পা বিচ্ছিন্ন হওয়া তারেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।











