স্বাস্থ্যবিধি অমান্য ও মূল্য তালিকা প্রদর্শন না করায় পটিয়া ও বাঁশখালীতে ২৪ মামলায় ১৭ হাজার ১৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার এসব অভিযান চালানো হয়। পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া থানা হাটে মূল্য তালিকা না টাঙিয়ে ইচ্ছেমত গরুর মাংসের দাম নিচ্ছিলেন ব্যবসায়ীরা। অভিযানে ৮ মামলায় ৮ জন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় থানা হাটের কোনো দোকানেই মূল্য তালিকা পাওয়া যায়নি। পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, সওয়ার কামাল মোসলেম উদ্দিন রাজিবসহ থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন। পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনা করে গরুর মাংসের মূল্য ৬শ টাকা ও গরুর হাড়ের মাংস ৫শ টাকা, মহিষের মাংস ৬শ টাকা এবং মহিষের হাড়ের মাংস ৫শ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কিছু ব্যবসায়ী দোকানে মূল্য তালিকা না রেখে ইচ্ছেমত মাংসের দাম নিচ্ছিলেন।
বাঁশখালী প্রতিনিধি জানান, গতকাল স্বাস্থ্যবিধি অমান্য করায় বাঁশখালীতে ১৬টি মামলায় ১৭শ টাকা জরিমানা করে ভ্রামামাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। সংশ্লিষ্টরা জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ এর আওতায় এসব জরিমানা করা হয়েছে।











