নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে উইম্যান চেম্বারের কর্মশালা

| বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন ও চিটাগাং উইম্যান চেম্বারের সমন্বয়ে বাস্তবায়নাধীন এসএমইডিপি ২ শীর্ষক প্রকল্পের কারিগরি সহায়তা অংশের আওতায় বিজনেস ইনকুবেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশে এই প্রথম নতুন আঙ্গিকে নতুন ধারায়- নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনকে অবহিত করার লক্ষ্যে সেমিনার হলে গত ৫ জানুয়ারি কর্মশালা অনুষ্ঠিত হয়।
চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট) আবিদা মোস্তফার সভাপতিত্বে কর্মশালায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ইনকিউবেশন এঙপার্ট সফিকুর রহমান খান, এসএমই ফাউন্ডেশনের ডিজিএম মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, এজিএম সুমন চন্দ্র সাহা ও মোর্শেদ আলম, অ্যাডভোকেট শাহীন আফতাবুর রহমান চৌধুরী, এস এস ট্রেডিং ওয়াটার বাস সার্ভিসের চেয়ারম্যান শাখাওয়াত হোসাইন, চবি শিক্ষক জামাল, চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক প্রফেসর ডা. মো. মশিউল হক, সাদার্ন ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান, সহকারী অধ্যাপক রেহনুমা সুলতানা, মা ও শিশু জেনারেল হাসপাতালের প্রেসিডেন্ট ইন-চার্জ সৈয়দ মো. মোর্শেদ হোসাইন, বিডার প্রশিক্ষক সিন্ধু গাইন, নাসিব চট্টগ্রামের প্রেসিডেন্ট মো. নুরুল আজম খান, ব্যাংকার মো. রফিকুল ইসলাম, ইপিবির ইনভেস্টিগেটর মো. মজিবুর রহমান, উইম্যান চেম্বারের পরিচালক (প্রশিক্ষণ এবং ক্যাপাসিটি বিল্ডিং) লুৎমিলা ফরিদ, পরিচালক সাহেলা আবেদিন, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জেসমিন আক্তার, প্রাক্তন পরিচালক কাজী তুহিনা আক্তার, লুৎফা সানজিদা, খালেদা আক্তার চৌধুরী, সদস্য সিতারা রহমান, বেবী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোন অপশক্তি দেশকে পিছিয়ে দিতে পারবে না
পরবর্তী নিবন্ধবাণিজ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকার আশাবাদ