শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, সবাইকে ত্যাগের পথে থেকে কাজ করে সমাজ তথা দেশকে এগিয়ে নিতে হবে। সকলের মাঝে ঐক্য ও স্বচ্ছতা থাকা দরকার। তিনি বলেন, ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। তিনি গত ২৬ ফেব্রুয়ারি নগরীর মধ্যম মোহরাস্থ সুকুমার চৌধুরী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অদ্বৈতানন্দপুরী মহারাজ স্মরণে লক্ষ্মী নারায়ন ও গৌর নিতাই বিগ্রহের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের সমাপনী দিনে শিক্ষাসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। গৌরাঙ্গ নিকেতন উৎসব উদ্যাপন পরিষদের কো-চেয়ারম্যান অমিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএর সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু, রাউজান পৌরসভার সাবেক মেয়র দেবাশীষ পালিত, চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, পুলক খাস্তগীর, কাজী নুরুল আমিন মামুন, মো. এসরারুল হক এসরাল, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, নির্মল রজারিও, নির্মল কুমার চ্যাটার্জী, সুনান্দপ্রিয়, শ্যামল পালিত, সন্তোষ কুমার নন্দী। নিউটন কুমার মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গৌরাঙ্গ নিকেতন উৎসব উদ্যাপন পরিষদের আহবায়ক ডা. সজল বৈদ্য ও সদস্য সচিব ডা. বিকাশ সেন।
বক্তব্য রাখেন ডা. দুলাল ঘোষ, অধ্যাপক দিলীপ চৌধুরী, দীপক দেওয়ানজী, সন্তোষ কুমার ঘোষ, মনোজ কুমার দত্ত, কৃষ্ণপদ ঘোষ, সঞ্জয় চৌধুরী, অ্যাড. শিবু চন্দ্র মজুমদার, অ্যাড. সাধন চন্দ্র মজুমদার, সমীরণ মল্লিক, সন্তোষ ঘোষ, অসীম চৌধুরী মিন্টু, আশুতোষ চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, সমর দেব স্বপন, অসিত চৌধুরী, নিপু ভট্টাচার্য্য, টিটন চৌধুরী, পঙ্কজ চৌধুরী, পীযুষ চৌধুরী বসু, রঞ্জন সেন লবা, যীশু চৌধুরী, মিশু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপহারস্বরূপ শিক্ষাসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।