নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়ের করা তিনটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। খবর বাসসের।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। এর আগে ৩ মে রাজধানীর পল্টন ও হাটহাজারী থানায় দায়ের করা পাঁচটি মামলায় মামুনুল হককে জামিন দেয় হাইকোর্ট। তবে আরও মামলা থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না বলে জানান তার আইনজীবী।











