তিন মাদক ব্যবসায়ী আটক, ৪ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

নগরের হালিশহর থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব৭। তাদের কাছ থেকে ৪১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃতরা হচ্ছেন বাগেরহাটের মো. আব্দুল মান্নান শেখ প্রকাশ কালু (৪৪), নোয়াখালীর মো. আব্দুল কাদের (২৮) ও মো. হেলাল উদ্দিন (২৯)

র‌্যাব জানায়, একটি ফ্ল্যাট বাসার ভিতরে ফেন্সিডিল মজুদ রেখে ক্রয়বিক্রয় করছেএমন সংবাদ পেয়ে গতকাল ভোর ৪টায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাসায় তল্লাশি করে দুটি কালো রঙের বড় ব্যাগ এবং একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে বাগেরহাট জেলার সীমান্ত এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে আসছে তারা, যা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে সালমান শাহ গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ডাক্তাইজ্জা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচুয়েটে এডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল্‌স রিসার্চ ল্যাব উদ্বোধন