তরুণ প্রজন্মকে গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণ করতে হবে

সেমিনারে আইআইইউসি উপাচার্য

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, তরুণ প্রজন্মকে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করতে হবে। অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে হবে।
তিনি গত ৮ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘নেতাজী ও বঙ্গবন্ধুর অনুপ্রেরণা : চট্টগ্রাম বিপ্লব ও আমাদের দায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নেতাজী-বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা বাস্তবায়ন কমিটির আয়োজনে ও আমরা করবো জয়-এর সহযোগিতায় চট্টগ্রাম প্রেসক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। লেখক শওকত বাঙালির স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন-বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মো. আশরাফুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম, লতিফুল বারী হামীম, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, তাপস হোড়, মাস্টার দা সূর্য সেন স্মৃতি পাঠাগার, রাউজানের সভাপতি শ্যামল কুমার পালিত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসু ও ইমপেরিয়াল হাসপাতালের সমঝোতা স্মারক
পরবর্তী নিবন্ধক্বণনের শ্রমনিষ্ঠ সাধনা