চট্টগ্রামে আক্রান্ত আরও ৩৩

আতঙ্কিত নয়, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ

আজাদী ডেস্ক | সোমবার , ২৭ জুন, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২০৭টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৪ শতাংশ। গতকাল রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে করোনার ৪র্থ ঢেউয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা মো. ইসমাইল খান। গতকাল ইউজিসি আয়োজিত ‘করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়’ শীর্ষক সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তৃতাকালে তিনি এ পরামর্শ দেন।

চট্টগ্রামে নতুন আক্রান্তরা মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯৪৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৩৯৫ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৫১ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আরও ২ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধতারেক-জোবায়দা আইনের দৃষ্টিতে পলাতক, দুর্নীতির মামলা চলবে : হাই কোর্ট