গুহায় আত্মগোপনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অবশেষে গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইউনুছ প্রকাশ আজরাইল (৪২)। গতকাল সোমবার ভোররাতে একটি বৌদ্ধ মন্দিরের গুহার ভেতর থেকে তাকে গ্রেপ্তার করে চন্দনাইশ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইউনুছ প্রকাশ আজরাইল (৪২) দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সে দীর্ঘদিন ধরে হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার অরন্য কুটির নামে একটি বৌদ্ধ মন্দিরের গুহার ভেতরে আত্মগোপন করে থাকার বিষয়টি গোপন সূত্রে নিশ্চিত হয় পুলিশ। গতকাল অভিযান চালিয়ে ওই গুহার ভেতর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, মো. ইউনুছ প্রকাশ আজরাইল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে গত ২০১৩ সালে চন্দনাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে পটিয়া থানায় দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপর একটি মামলায় ২ বছরের সাজা পরোয়ানা রয়েছে।

তিনি জানান, মামলা দায়েরের পর থেকেই সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সর্বশেষ তাকে গতকাল অরন্য কুটির নামে ওই বৌদ্ধ মন্দিরের গুহার ভেতর আত্মগোপন করে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। সে মাঝেমধ্যে ওই গুহা থেকে বের হতো এবং আবার আত্মগোপন চলে যেতো বলেও জানান তিনি। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমানব পাচার চক্রের বড় ফাঁদ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টে বিজয়ী চট্টগ্রামের রোবট্রি বাংলাদেশ