খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর নবীন সদস্য হিসেবে ৫৩৮ জন সৈনিক শপথগ্রহণ করেছেন। এ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর
২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। তিনি তাঁর বক্তব্যে সেনাবাহিনীর নবীন সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা অক্ষুণ্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ির দীঘিনালায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে রিক্রুট ব্যাচ ২০২২ এর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দেশ মাতৃকার যে কোনো সংকটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতায় প্রস্তুত থাকারও আহ্বান জানান। তিনি পদাতিক কোরের ঐতিহ্য এবং দেশের সেবায় কোরের অবদানের কথা স্বীকার করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নবীন সৈনিকরা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রিক্রুট ব্যাচে ২০২২ এ পদাতিক কোরের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২৩৮ জন ও বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্টের ৩০০ জন সহ সর্বমোট ৫৩৮ জন সদস্য ৩৬ সপ্তাহের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপূণ্য প্রদর্শন করায় প্রধান অতিথি সেরা রিক্রুটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।












