কুতুবদিয়ায় ডাম্পার চাপায় শিশু নিহত

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

কুতুবদিয়ায় ব্রিক ফিল্ডের মাটিভর্তি ডাম্পার গাড়ির চাপায় মো. আসিফ (৪) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু কৈয়ারবিল ইউনিয়নের মধ্যম কৈয়ারবিল এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মধ্যম কৈয়ারবিল এলাকার হাজী মফজল মিয়া পাড়ার রাস্তায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শামসুল আলমের মালিকানাধীন মেসার্স এসএ ব্রিক ফিল্ডের মাটিভর্তি পাওয়ার টিলার সংযোজিত ট্রলিটি মাটি নিয়ে ব্রিকফিল্ডে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির এ গাড়ির চাপায় ঘটনাস্থলে শিশুটি মারা যায়। তাৎক্ষণিক গাড়ি নিয়ে চালক পালিয়ে গেলেও তাকে শনাক্ত করতে সমর্থ হয় এলাকাবাসী। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ কঙবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআধুনিক যুগে নারীরা সাফল্যের শীর্ষে অবস্থান করবে
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী বরাবর বাকবিশিসের স্মারকলিপি