কর্ণফুলীতে আ. লীগ নেতা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৩:২৮ অপরাহ্ণ

কর্ণফুলীতে হাজী শফিক আহমেদ (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান। গ্রেপ্তার শফিক আহমেদ শিকলবাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং স্থানীয় বাসিন্দা। মো. মিজানুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা শফিককে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন জ্ঞানের সন্ধান পেতে প্রয়োজন গবেষণা : ভিসি
পরবর্তী নিবন্ধহালিশহর চকপেনসিল ইংলিশ স্কুলে গল্প আহরণ প্রতিযোগিতার ৭ম অধিবেশন