ইয়েমেনের জাতীয় দিবস
৩৩৭ রোমক সম্রাট কনস্তানতিন দ্য গ্রেট–এর মৃত্যু।
১৫১৮ সুইস ভাস্কর জাঁ তিংগুয়েলি–র মৃত্যু।
১৫৪০ ফ্রৌারেন্সীয় ঐতিহাসিক ফ্রাঞ্জেস্কো গুইচ্চার্দিনি–র মৃত্যু।
১৫৪৫ আফগান সম্রাট শের শাহ নিহত হন।
১৭৭২ বাংলার নবজাগরণের অগ্রদূত রামমোহন রায়ের জন্ম।
১৮০৮ ফরাসি কবি ও গল্পকার জেরার দ্য নের্ভাল–এর জন্ম।
১৮১৩ খ্যাতনামা জার্মান সংগীতস্রষ্টা রিশার্ট ভাগ্নার্–এর জন্ম।
১৮২২ প্রাবন্ধিক ও সমাজ সংস্কারক কিশোরীচাঁদ মিত্রের জন্ম।
১৮৪৯ আইরিশ ঔপন্যাসিক মারিয়া এজওয়ার্থ–এর মৃত্যু।
১৮৫৯ ব্রিটিশ রহস্য–উপন্যাস লেখক আর্থার কোনান ডয়েল–এর জন্ম।
১৮৭৩ ইতালীয় কবি আলেসান্দ্রো মানজোনি–র মৃত্যু।
১৮৮১ রুশ চিত্রশিল্পী মিখাইল নারিনোভ–এর জন্ম।
১৮৮৫ খ্যাতনামা ফরাসি সাহিত্যিক ভিক্তর মারি উগো–র মৃত্যু।
১৮৯৭ টেমস নদীর তলদেশে ব্ল্যাকওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯১২ নোবেলজয়ী (১৯৭৯) ব্রিটিশ–মার্কিন জৈবরসায়নবিদ হার্বার্ট ব্রাইন–এর জন্ম।
১৯২৭ চীনের নানশানে প্রচণ্ড ভূমিকম্পে দুইলক্ষ লোকের মৃত্যু হয়।
১৯৩২ কবি ও নাট্যকার লেডি ইসাবেলা গ্রেগরি–র মৃত্যু।
১৯৪৪ আঞ্জিয়ো–র যুদ্ধ শুরু হয়।
১৯৬৭ মার্কিন কবি ল্যাংস্টন হিউজ–এর মৃত্যু।
১৯৭২ ইংরেজ কবি ও লেখক সিসিল ডে লুইস–এর মৃত্যু।
১৯৭২ ভূমিকম্পে তুর্কির বিংগল শহর ধ্বংসপ্রাপ্ত হয় এবং এক হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।
১৯৭২ সিলোন–এর নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৮৩ নোবেল জয়ী (১৯৭৪) মার্কিন জীববিজ্ঞান আলবার্ট ক্লদ–এর মৃত্যু।
১৯৮৯ ভারতে মাঝারি পাল্লায় ক্ষেপণাস্ত্র ‘অগ্নি’ উৎক্ষেপণ।
১৯৯০ উত্তর ও দক্ষিণ ইয়েমেন সংযুক্ত হয়ে ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করে।
১৯৯১ স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট বিপ্লবী এস. এ. ডাঙ্গের মৃত্যু।
১৯৯৩ কম্বেডিয়ায় ২ বছরের মধ্যে প্রথম বহুদলীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়