ইসলামের সঠিক প্রচার প্রসারে আমাদেরকে নবী করীম (দ.) এর আদর্শ অনুযায়ী কাজ করতে হবে। ঘুণে ধরা সমাজ বিনির্মাণে বিশেষ করে ইসলামের সঠিক নেতৃত্ব সৃষ্টি করতে হবে। নবী করীম (দ.) এর জীবনাদর্শ চর্চা এবং বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে ইসলামী পুন:জাগরণ সৃষ্টি করতে হবে। গত ২৭ মে চান্দগাঁওয়ের মৌলভী পুকুরপাড়স্থ হযরত সুলতান আহম্মদ শাহ আল কাদেরীর বার্ষিক ওরশ উপলক্ষে আয়োজিত গাউছে জামান কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ আফ্রিকার অনারারী কনসাল জেনারেল সোলায়মান আলম শেঠ উক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। ইসলাম শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সব সময় কাজ করে যায়। সুলতান আহম্মদ শাহ দরবারের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.), ৪নং ওয়ার্ড কমিশনার মো. সাইফুদ্দিন খালেদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দিন। বক্তব্য রাখেন আল্লামা মুহাম্মদ হাসান রেজা, লেখক ও মাইজভান্ডারী সুফী গবেষক আবুল মনছুর খান, মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর রহমত উল্লাহ প্রমুখ। খবর প্রেসবিজ্ঞপ্তির।
আরো খবর
মিস ইউনিভার্সের খেতাব জিতলেন দক্ষিণ আফ্রিকার তুনজি
মিস সাউথ আফ্রিকা জোজিবিনি তুনজি ২০১৯ সালের মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন। রোববার রাতে আটলান্টায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ২০১৮সালের মিস ইউনিভার্স ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে অনুষ্ঠানে...
x