পবিত্র মাহে রমজান সংযমের মাস। আত্মশুদ্ধি অর্জন ও একটি সিয়াম সাধনের মাস। এ মাসে ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয়। সমাজের অসহায়–দরিদ্র মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা অনুধাবন করার মাস এটি। এ মাসে ধনী–গরিব সবার মধ্যে সিয়াম পালন করতে দেখা যায়। কিন্তু রমজানে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে দিশাহারা হয়ে পড়েছেন ক্রেতারা। বেশি বিপাকে পড়েছে দেশের খেটে খাওয়া অসহায় দরিদ্র সব মানুষ। এসব নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের কথা চিন্তা করা দরকার।
মহানবী (সা.) এ রমজান মাসে প্রচুর দান–সদকা করতেন। তাই পবিত্র রমজানে আমরা একটু সংযত হয়ে অসহায় ও দরিদ্র মানুষের খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি। খোঁজ নিলে দেখা যাবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এ বছর হয়তো বহু মানুষের সেহরি–ইফতার জোগাতে কষ্ট হচ্ছে। কারণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দফায় দফায় বাড়লেও বেশিরভাগ মানুষের আয় বাড়েনি।
আসুন, পবিত্র রমজানে আমরা সবাই ব্যয় এবং খাবারেও সংযত হয়ে আমাদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের পাশে দাঁড়াই, হয়তো মহান আল্লাহ এর অসিলায় আমাদের ক্ষমা করে দেবেন।
মুহাম্মাদ রফীকুল্লাহ
শিক্ষার্থী, চরমোনাই জামি‘আ রশীদিয়া আহসানাবাদ চরমোনাই, বরিশাল।