আগামী ১ মাঘ আমিরুল আউলিয়া শাহ্সুফী সৈয়দ আমিরুজ্জামান শাহ্ (ক:)’র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ১৩ নভেম্বর আঞ্জুমানে আশেকানে হাছনাত মওলা আমির উদ্যোগে অনুষ্ঠিত হয়। পটিয়া আমির ভান্ডার শরীফস্থ কেন্দ্রিয় কার্যালয়ে আঞ্জুমান চেয়ারম্যান এস এম মুশকিল কোশা আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে মোনাজাত করেন আলহাজ্ব শাহ্সুফি সৈয়দ ফখরুদ্দিন শাহ্ (ম.)। বক্তব্য রাখেন এস এম জিলকদ জঙ্গী শাহ্ আমিরী , এসএম ফরিদুল আনোয়ার হাফেজ নগরী, মওলানা মোরশেদুল হক আমিরী, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, আমান উল্লাহ আমিরী, মওলানা আবুল কালাম আমিরী, মওলানা আব্দুল জাব্বার, হারুনুর রশিদ প্রমুখ। সভা পরিচালনা করের আনজুমান মহাসচিব মনজুরুল আলম চৌধুরী। সভায় দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
আরো খবর
ধানী জমির আলে শিমে সফলতা
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নডারিয়া গ্রামের কৃষক মনিরুল ইসলাম ২০১০ সালে প্রথম ধানী জমির আলে (প্রায় এক বিঘা) শিমের চাষ করেন। মোটা তাজা গাছ...
x