বিকেল হলে ইচ্ছে করে
খেলার মাঠে খেলি,
সবুজ সবুজ দুর্বাঘাসে
মনের ডানা মেলি।
আমার মতো মাছের খুশি
মুক্ত উজান জলে,
পাখি খুশি উড়াল দিলে
খোলা আকাশতলে।
রঙিন জলে মাছ পুষেছি
সোনার খাঁচায় পাখি,
কত্তো আদর স্নেহ মায়ায়
যতন করে রাখি ।
তবু ওদের মন ভালো নেই
গোমড়া মুখে থাকে,
ছুঁতে গেলে আঁৎকে ওঠে
করুণ সুরে ডাকে।
আমিও থাকি ফ্ল্যাট বাড়িতে
ওরা যেমন আছে,
ওদের মনের কষ্ট যে তাই
পষ্ট আমার কাছে।