পিঁয়াজ নিয়ে লঙ্কাকাণ্ড শেষ যদিও সরকারকে ভর্তুকি দিয়ে আকাশ পথে তা আমদানি করতে হয়েছে । এখন শুরু হয়েছে চালের মূল্যবৃদ্ধির পাঁয়তারা তাও আবার কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া। পাশাপাশি লবণ নিয়ে হঠাৎ গুজব ছড়িয়ে একশ টাকা পর্যন্ত দাম হাতিয়ে নিয়েছে অসাধু ব্যবসায়ীরা। সরকারের ত্বরিত এবং প্রশাসনিক হস্তক্ষেপের কারণে এর লাগাম টেনে ধরা হয়েছে। লবণের যথেষ্ট পরিমাণ মজুদ আছে এবং মাঠেও লবণ উত্তোলনের অপেক্ষায় আছে। হুজুগে বাঙালি বলে কথা – যাদের বছরে ১০/১২ কেজি লবণ লাগে না তাঁরাও কোনো সুনির্দিষ্ট কারণ বা চিন্তা ভাবনা ছাড়া একসাথে এতো লবণ কিনেছে। আমরা কি ভুলে যেতে পারি গুজবের কারণে ছেলে ধরা সন্দেহে কত মানুষের প্রাণ গেছে মা-বোনসহ। আমরা অযথাই অকারণে অসহিষ্ণু হয়ে মানুষের প্রাণ নিতে কুন্ঠিত হচ্ছি না। ব্যবসার নামে মানুষের পেটে লাথি মারতে কারোরই বিবেক বুদ্ধি নৈতিকতা ধর্মীয়বোধ কাজ করছে না। আবেগ অনুভূতি বিবেক সহমর্মিতা সহানুভূতি মনুষ্যত্ব মানবিক ও নৈতিক মূল্যবোধ ধর্মীয় অনুশাসন কিছুই আমাদেরকে দমাতে পারছে না। আসলে আমরা যেন ক্রমশ মানুষ নামের অমানুষে পরিণত হচ্ছি। জানোয়ার হয়ে উঠছি।
আরো খবর
যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির ‘ঐতিহাসিক জয়’
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে ‘ঐতিহাসিক’ জয় এনে দেয়ার পর আগামী মাসের মধ্যে ব্রেক্সিট সম্পন্ন এবং ভোটারদের আস্থার প্রতিদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী...
x