সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তাকে গুলি করার ভিডিও ভাইরাল হয়েছে। অথচ পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হননি। এজন্য সুষ্ঠু তদন্তের জন্য এ হত্যা মামলাটি তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে গতকাল সোমবার এ মামলা তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়। রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের। পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে আরও উল্লেখ করা হয়, বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে এবং ইটের টুকরা নিক্ষেপের একপর্যায়ে এক শিক্ষার্থীকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। তখন সহপাঠীরা সাঈদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলাটি তাজহাট থানায় নথিভুক্ত করা এফআইআরে সাঈদ হত্যার ঘটনায় বিএনপি ও জামায়াত–শিবিরের নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অন্যদিকে ভিডিও ফুটেজে দেখা যায়, দায়িত্বরত পুলিশ তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়েছেন। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে। এখন মামলার তদন্ত করবে পিবিআই।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকী জানান, এ মামলার তদন্তভার পুলিশ সদর দপ্তর থেকে পিবিআইয়ে হস্তান্তর করা হয়েছে। মামলাটি এখন থেকে তদন্ত করবে পিবিআই।